আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীতে স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চট্টগ্রামের সকল মার্কেট এর দোকান সমূহ অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন পালনের ঘোষনা দেন।

 

পরবর্তীতে প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীর,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

 

২৮ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম এর সদস্য সচিব আহমদ দুলাল এই কর্মসূচি ঘোষনা করেন। নগরীর গুরুত্বপূর্ণ ফুটপাত দখলমুক্ত করায় চট্টগ্রামের ব্যবসায়ীদের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মোঃ ফখরুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব মো, ছালামত আলী।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দরা হলেন আলহাজ্ব সালেহ আহমেদ সুলেমান ,হাজী মো. সাহাবউদ্দিন, সৈয়দ খুরশিদ আলম, মোহাম্মদ ইউসুফ, সরোয়ার কামাল, আলহাজ্ব আমিনুল ইসলাম, মোহাম্মদ সাগীর, এম ইলিয়াস খান আইয়ুব, মোহাম্মদ আবুল কালাম, আলহাজ্ব আহম্মদ হোসাইন, আবুল কাশেম, মনছুর আলম চৌধুরী, আলহাজ্ব জানে আলম, ফারুক শিবলী,

 

সভাপতি, কে এম মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক ভুইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, সালেহ আহমদ, একরামুল হক রাসেল, আনিসুর রহমান প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ