আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় বাশঁঝাড় থেকে এক মরদেহ উদ্ধার

মো.ইকবাল হোসেন, নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাত-পা বাঁধা, পায়ের রগ কাটা এবং ফুলা জখম অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিকপাড়া এলাকার বাঁশঝাড়ে পড়ে থাকা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ এসে নিয়ে যায়

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দিনমজুর শাহাব উদ্দিন (৩৫) উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাঝের দোকান এলাকার হাজী নুর আহমদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ