আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপিকে মৃত্যুঞ্জয়ী সংগ্রামের দল বিএনপি -রিজভী

দেশচিন্তা ডেস্ক : বিএনপিক সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী দল হলো বিএনপি। দলটির এক দফার আন্দোলন চলছে, চলবে।

জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সঙ্গে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। যে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে শেখ হাসিনা দমিয়ে রাখতে পারবে না। জনগণের বিজয় সুনিশ্চিত। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার প্রধানকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘বিরোধী দলের ওপর চরম দমন-পীড়ন চালিয়ে বিএনপির শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মীকে আপনি বন্দি করেছেন কী উদ্দেশ্যে, সেটি কি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায় জানে না? কারাগারে রাজবন্দিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের মতো পরিবেশ তৈরির উদ্দেশ্য ছিল ‘‘আমরা আর মামুদের’’ একতরফা নির্বাচন।’

‘আর সেটি বাস্তবায়ন করতে আপনি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলের মিছিল-সমাবেশে হামলা চালিয়েছেন। গুলি করে মানুষ হত্যা করে মিথ্যা মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতাসহ রাজনৈতিক নেতাদের কারাগারে নিক্ষেপ করেছেন।

নিষ্ঠুরভাবে দমন-পীড়ন চালিয়েছেন। আপনার দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক প্রকাশ্যেই তা বলেছেন। সেটাকে খণ্ডন করবেন কীভাবে?’,– প্রশ্ন রাখেন রিজভী। ভারত যে আপনাদের ক্ষমতায় বসিয়েছে, সেটি তো আপনার পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী, মিথ্যার তাস দিয়ে মানুষের মন জয় করা যায় না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ