
এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : উত্তর চট্টগ্রামেের সবচেয়ে প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ মীরসরাইস্থ মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদ উল্লাহ খান (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
২৪ জানুয়ারি বুধবার আনুমানিক ভোর ৬:০০ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করছেন মাদ্রাসার বাংলা বিষয়ের অধ্যাপক সেলিম নিজামী ও আরবি প্রভাষক মুক্তার হোসেন।
মাদরাসার ছাত্র ও শিক্ষকদের থেকে জানা যায়, হুজুর স্ট্রোক করে মারা গেছেন। তারা বলেন, হুজুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০১৭ সাল থেকে এই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করতেছেন। মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ যোহর মাদ্রাসার মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তাঁর গ্রামের বাড়ি পরশুরামের ২য় জানাজা শেষে ঢাকাস্থ তাঁর হাতে গড়া বাড়ির প্রাঙ্গণে তাকে চির সমাহিত করা হবে।