আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়া বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের শীতবস্ত্র বিতরণ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের উদ্যোগে ১৯শ জানুয়ারী শুক্রবার রেল ষ্টেশন রোডস্থ সংঘের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, উদ্বোধক ছিলেন সংঘের সহ-সভাপতি মো : নাজিমুদ্দিন। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার যুবলীগের যুগ্ন আহবায়ক ডি এম জমির উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের এই বধিরদের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুব আনন্দিত। এরা খুব অসহায়, কথা বলতে না পারায় এরা নিজেদের সুখ দুঃখের কথা সহজে কারো সাথে শেয়ার করতে পারে না। ইহা একটি মানবিক সংগঠন। এই বধির সংগঠনের জন্য আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। এদের এই ছোট অফিসের পরিবর্তে বড় একটি অফিসের ব্যবস্তা করে দেব।

 

এতে আরও উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, আনসার ভিডিপি উন্নয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমদ, সাংবাদিক ফারুকুর রহমান বিনজু, বিশিষ্ট ব্যবসায়ীও দানবীর নুর আলম, ইউপি সদস্য আবুল, সংঘের সাধারণ সম্পাদক মো: সেলিম উদ্দিনসহ সংঘের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ