আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

 সাতকানিয়ায় লুটপাট করে ইটভাটা দখলের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইটভাটা দখল করে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। ইটভাটা মালিকের স্ত্রীর অভিযোগ, তার স্বামী ক্যান্সারাক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ সুযোগে স্থানীয় সাংসদ নদভীর ক্ষমতার অপব্যবহার করে তাকে মিথ্যা চাঁদাবাজি মামলার আসামি করে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে দিয়ে ইটভাটাটি দখল করেছেন।

শনিবার (২৭ মে) দুপুরে নগরীর ওয়েল পার্ক হোটেলে সংবাদ সম্মেলন করেন ইটভাটা মালিক কামাল ‍উদ্দিনের স্ত্রী মোর্তোজা বেগম। এ সময় তার সন্তানসহ স্বজনরাও উপস্থিত ছিলেন।

মোর্তোজা বেগম জানান, প্রবাস থেকে ফিরে কামাল উদ্দিনসহ কয়েকজন মিলে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে একটি ইটভাটা গড়ে তোলেন। ইটভাটা মূলত কামাল পরিচালনা করতেন। সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় গত ১৬ মে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

‘আমার স্বামী মারা যাচ্ছে, অথচ ১৮ মে তারিখের একটি বানোয়াট ঘটনা উল্লেখ করে সাতকানিয়া থানায় উনার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সাংসদ নদভী ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে ওই মামলা নিতে বাধ্য করে। ২৩ মে সকালে মামলা দায়ের হয় আর দুপুর থেকে সাংসদের ক্যাডার এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে ইটভাটায় লুটপাট শুরু হয়েছে। প্রতিদিন ট্রাকে ট্রাকে ইট বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ইটভাটার কর্মচারিদের পিটিয়ে বের করে দেওয়া হয়েছে।

সাংসদ নদভীর সম্পৃক্ততার অভিযোগ কিভাবে নিশ্চিত হলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইটভাটা দখলের বিষয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেছি। কিন্তু প্রশাসন রহস্যজনক নীরবতা পালন করছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে উনারা জানান, এমপি নদভী এ বিষয়ে সমঝোতা করে দেবেন। পরে দেখি, এমপি সাহেব উনার প্যাডে নোমান নামে একজনকে ইটভাটার মালিক ঘোষণা করে রায় দেন। ইটভাটার সব বিনিয়োগ কামাল উদ্দিন আর তার বন্ধুদের। অথচ এমপি সাহেব নোমান নামে এক ভূঁইফোড় ব্যক্তিকে মালিক সাজিয়ে সেটি দখলের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন বলে আমরা মনে করি।’

প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে মোর্তোজা বেগম বলেন, ‘এমপি নদভী ও তার ক্যাডার বাহিনীর নির্যাতনে আমার স্বামীর কষ্টার্জিত বিনিয়োগ হাতছাড়া হয়ে গেছে। আমরা ঘরছাড়া হয়ে পথে পথে ঘুরছি। আমরা আপনার কাছে সুবিচার চাই। অন্যথায় আমি আমার অসহায় সন্তানদের নিয়ে আমরণ অনশন করবো।’

সূত্র: সারা বাংলা ডটনেট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ