দেশচিন্তা নিউজ ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অশুভ শক্তিকে প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরিক উদ্যেগের আহবায়ক রিয়াজ হায়দার চৌধুরী। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই সহসভাপতি আরো বলেন, ধর্ম মানবতার শিক্ষা দেয় । যারা মানবতা বিরোধী পেট্রল বোমা ও সন্ত্রাসের কারিগর তারা ক্ষমতায় এলে মানবতা ভুলুন্ঠিত হবে । তাই ‘মানবতার মা’ হিসেবে বিশ্ব স্বীকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য নাগরিক হিসেবে আমাদের করণীয় রয়েছে।
পেশাজীবী ও নাগরিক আন্দোলনের নেতা রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে আলোচনায় এসব কথা বলেন । তিনি মহাষ্টমীর দিনে চট্টগ্রাম শহরের কোতোয়ালি- বাকলিয়ার কয়েকটি পুঁজা মন্ডপ পরিদর্শন করেন । রাতে তিনি প্রতিবারের মত অংশ নেন জেএমসেন হলের মহানগর পুজা উদযাপন পরিষদের আলোচনায় । সেখানেই হয় মহানগরীর শারদীয় দুর্গাপূজার প্রধান আয়োজন ।
মহাষ্টমীর দিনে এই আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম নাগরিক উদ্যেগের আহবায়ক, পেশাজীবী নেতা সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ব্যাপক তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজর অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম জাহাঙ্গীর , জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রী শ্রী জন্মাষ্টমীউদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি গৌরাঙ্গ দে, বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহসম্পাদক দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সুমন দেবনাথ, অর্পন কান্তি ব্যানার্জি, রানা বিশ্বাস, রত্নান্কুর দাশ টুনু । স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত । যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট টিপু শীল জয়দেব। আলোচনা শেষে মহাষ্টমীর মন্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় ছিলেন বেতার ও টেলিভিশনের শিল্পী অনুপম দেবনাথ পাভেল, প্রিয়া ভৌমিক, নয়ন বিশ্বাস, বৈশাখী নাথ, জুসি বড়ুয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাজেশ বিশ্বাস।
এদিকে, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালির আরো কয়েকটি পুজামন্ডপে পুজার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি এবারকার পূজা উদযাপনে বর্ণাঢ্যতা ও নিরাপত্তা ব্যবস্থা এবং মহানগর পুজা উদযাপন পরিষদের উদ্যেগে প্রথমবারের মত পঞ্চমীর দিনে অনুষ্ঠিত মাতৃপুজা আয়োজনে জন্য পুজা উদযাপন পরিষদের ব্যাপক প্রশংসা করেন ।