আজ : শুক্রবার ║ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ║১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ║ ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বাঁশখালীতে সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ

মুহাম্মদ দিদার হোসাইন, (চট্টগ্রাম) বাঁশখালী :
দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে ও চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার লক্ষ্যে দেশজুড়ে বিএনপি জামায়াতের সৃষ্ট সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে দেশব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ ও শান্তি সমাবেশ করেছে যুব লীগ।

(২২ মার্চ বুধবার) সকাল ১১ টায় বাঁশখালীর কালীপুর ইউনিয়নের প্রধান সড়কের ডলমপীর মাদ্রাসার গেইট থেকে যুব সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগ নেতা আলহাজ্ব শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়ে গুনাগরীর চৌমুহনী চত্বরে বিক্ষোভ শেষে শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগের নেতা কর্মীরা।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন যুব সংগঠক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব লীগ নেতা আলহাজ্ব শহিদুল মোস্তফা চৌধুরী মিজান,কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেদারউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি মোঃ শামসুল ইসলাম, যুব লীগ নেতা মোঃ আব্দুস ছবুর প্রঃ সবুর ভাই,মোঃ আজিজ,মফিজুর রহমান,মোঃ ফাহিম, মোঃ মিশকাত, মোঃ জাহেদ আলম,মোঃ ফারুক, সাজ্জাদ হোসেন,মোঃ পারভেজ,মোঃ হাসান,মোঃ ইলিয়াসসহ আওয়ামী ও যুব লীগের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার মানসে ও বিএনপি জামায়াতের সৃষ্ট সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ ও শান্তি সমাবেশ,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ