
দেশচিন্তা ডেস্ক : বিনোদনের রঙ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন আলোচনা, কবিতা ও গানের মাধ্যমে পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল।
বিনোদনের রঙ উপদেষ্টা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বিনোদনের রঙ সম্পাদক ও প্রকাশক নাসির হোসাইন জীবনের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক কমান্ডার, ব্যাংকার ও কলামিষ্ট গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বিনোদনের রঙ প্রধান সম্পাদক আলী আহমেদ শাহীন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ভাইস প্রেসিডেন্ট ও বিনোদনের রঙের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, বিজয় ‘৭১ সভাপতি সজল চৌধুরী, চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, দৈনিক ইনফো বাংলা নির্বাহী সম্পাদক এম এ এ ওমর ফারুক সিকদার, বিশিষ্ট সংগীত শিল্পী ও গবেষক ইকবাল হায়দার, কবি ও গীতিকার এনায়েত হোসেন পলাশ, গ্রীন লিফ লাইফ স্টাইল ম্যাগাজিনেের সম্পাদক ও প্রকাশক তসলিম হাসান হৃদয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে, নোঙর ফেলুক বঙ্গবন্ধুর ‘সোনার বাংলায়’। জাতির পিতার ঐন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার।