
সাতকানিয়া সংবাদদাতা: রোববার (১৬ জানুয়ারি) দুপুরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর আরাকান রোডের পাশে নাছিরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। গ্রেপ্তার তৌহিদ কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকার ইউসুফের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায় , গত ১০ জানুয়ারি সকাল ৯টায় মাদ্রাসায় যেতে বাসা থেকে বের হয় ওই ছাত্রী। এরপর জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে একটি ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে। ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসায় যায়নি এমন খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার।পরে সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি করে ছাত্রীর চাচা। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে সাতদিন পর মেয়েটিকে একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।