
মো.ইকবাল হোসেন:
সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ তালুকদারের (৩৫) মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়ি থেকে ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। তার বাড়ি একই উপজেলার নলুয়া ইউনিয়নে। পূজায় পরিবার নিয়ে তিনি মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি তার দূর সম্পর্কের দুই মামতো ভাই একজন আরেকজনকে বন্দুক দিয়ে গুলি করা শেখাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পঙ্কজের পেটে গুলি লেগে যায়। তিনি আরো বলেন, লাশের ময়নাতদন্ত করা হবে ’এ ঘটনায় রির্পোট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
পড়েছেনঃ ৪৮৪