
সাতকানিয়া সংবাদদাতা:
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আধারমানিক দরগাহের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিটির বয়স প্রায় ৬৫। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে। মহাসড়কে চলাচলরত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পড়েছেনঃ ৩৪৯