আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে প্রাইভেটকার চালক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জে প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার ২৪ অক্টোবর বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টচার্য এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার চান মিয়া ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ইসমাইলের হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরনখোলার থানার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম।

এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসা থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরে উদ্দেশ্যে রওনা দেন আনোয়ার হোসেন খোকা। রাত ১১টার দিকে তার স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন মোবাইল ফোনে কল করলে অপরিচিত একজন রিসিভ করেন। তিনি বলেন, মোবাইল ফোনটি চার্জে দিয়ে রেখে ভাড়ায় চার জন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছেন আনোয়ার।

এর দুই দিন পরে মানিকগঞ্জ সদর থানার অরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মৎস খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে আনোয়ারের পরিবারের লোকজন মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার মিপুরের দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মানিকগঞ্জ সদর থানার একটি মামলা করা হয়।

তদন্ত শেষে ২০১৩ সালের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিকালে এই রায় ঘোষণা করেন বিচারক।

রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন এপিপি নিরঞ্জন বসাক। আসামিপক্ষের আইজীবী রফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান ও শেখ মো.নজরুল ইসলাম রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ