টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের দেলদুয়ার এলাকায় রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছে। ওই দুই শ্রমিক সম্পর্কে মামা-ভাগ্নে। আজ শনিবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) ও টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিক ভেতরে আটকে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন বলেন, ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে আটকে গিয়ে গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।