
নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া থানা পুলিশের এসআই(নি:) মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ (২৮ জুন) সন্ধ্যা ০৬.৩০টায় সাতকানিয়া থানাধীন উপজেলা গেইটের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১,০৫০ (এক হাজার পঞ্চাশ) পিস ইয়াবাসহ একজন নারীকে আটক করে পুলিশ।
আসামী হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালি এলাকার ৪ নং ওয়ার্ডের আব্দুল আমিনের মেয়ে ও নুর ইসলামের স্ত্রী রমিদা খাতুন (৪০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়েছেনঃ ৩১০