
সাতকানিয়া সংবাদদাতা
গত সোমবার সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকায় নিজ বাড়িতে পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে আজ (২৪ জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম রোকেয়া বেগম (৫৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝগড়া হতো। গত সোমবার সন্ধ্যায় পুত্রবধূ নাছমিন আক্তার সবার অজান্তে রাঙ্গুনিয়া থেকে শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে একা পেয়ে নামাজরত অবস্থায় শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে শাশুড়িকে মৃত ভেবে ফেলে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন পুত্রবধূ নাছমিনকে আটক করে পুলিশকে খবর দেয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, পুত্রবধূর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা হায়েছে। ঘটনায় জড়িত পুত্রবধূকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ গ্রেপ্তার করেছে। সে এখন কারাগারে রয়েছে। তিনি আরো বলেন, দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ নাজমিন আক্তার এর ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে। রবিবার রিমান্ডের শুনানি হবে।