আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

মা ও শিশু হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক

একজন মানবিক ব্যক্তিত্ব এম এ সালাম। যিনি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সম্প্রসারিত শিশু কিডনী ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এসময় হাসপাতালের অবকাঠামোর বিভিন্ন সংকটের কথা এম এ সালামের কাছে তুলে ধরেন পরিচালনা পরিষদের ডোনার সদস্য সম্মুখ করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী। যিনি প্রতিনিয়ত হাসপাতালের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবতার কল্যানে দুঃস্থ রোগীদেরও সেবা দিয়ে যাচ্ছেন। সামাজিক উন্নয়ন প্রকল্প হতে হাসপাতালের চারিদিকে আধুনিক ও দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী যখন আবেদন তুলে ধরছিলেন তখন খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় করোনা যোদ্ধা ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরীকে ধন্যবাদ জানান এবং তার দাবীগুলো পূরণের আশ্বস্ত করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালের জন্য প্রয়োজনী বিভিন্ন সহযােগীতার আশ্বাস প্রদান করেন।

মুল আনুষ্ঠানিকতা সেরে পুনরায় কনফারেন্স হলে সীমানা প্রাচীর নিয়ে ডিজাইন ও সম্ভাব্য বাজেট এবং পরিকল্পনা তৈরি করার জন্য জুরুরী মিটিং করেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। এসময় একান্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) করোনা যোদ্ধা আলহাজ্ব এস এম মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) ডাক্তার আরিফুল আমিন, ট্রেজারার করোনা যোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম আজাদ, দাতা সদস্য সম্মুখ করোনা যোদ্ধা ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী এবং হাসপাতাল পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) ডাক্তার নুরুল হক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ