
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদীন। তিন বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছিলেন তিনি। কয়েক মাসের মাথায় এবার তাকে পাঠানো হল চট্টগ্রামের এরিয়া কমান্ডার করে।
একইসঙ্গে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল এস এম মতিউর রহমানকে করা হয়েছে অ্যার্টডকের নতুন জিওসি। সেই সঙ্গে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হচ্ছেন, যা কার্যকর হবে তার নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকে। এ দুইজনসহ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে দশ জন জেনারেলের কর্মস্থল বদলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল এবং চারজন মেজর জেনারেল হয়েছেন।
বৃহস্পতিবার এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি হয়।