শহিদুল ইসলাম শহিদ (প্রতিনিধি) থানচি, বান্দরবান:
কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পুর্ব প্রস্তুতি এই কথাটিকে সামনে রেখে সারাদেশের মত থানচিতে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হল আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮ ।
আজ ১৩ অক্টোবর শনিবার থানচি উপজেলা পরিষধ মিলায়তনে সকাল ১১ টায় অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ কারি শিক্ষক ছোটন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা ।
বিশেষ অতিথি থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোয়াচিং মার্মা (অনুপম) উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট অফিসার সেলিম রেজা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লিজা ত্রিপুরা,জনসংহতি সমিতি থানচি উপজেলা শাখার সেক্রেটারি মেমংপ্রু মার্মা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কবিরুল ইসলাম,উপজেলা স্যাপলিং প্রকল্পের ডিআর এন্ড ওয়াস অফিসার অংক্যজ মার্মা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দসহ আরো অনেকে ।