
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন’র আশু রোগমুক্তি কামনায় বঙ্গবন্ধু’র পাঠশালার উদ্যোগে অাজ ৯ ডিসেম্বর, বাদে আসর হযরত শাহ্ ছুফি আমানত খান (রহঃ আঃ) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন, বঙ্গবন্ধুর পাঠশালা’র সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শাকিব রাদিতুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বঙ্গবন্ধুর পাঠশালার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনতাসির মোকাররম সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃ রফিক আহমদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উপ-সম্পাদক আব্দুল করিম সম্রাট, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ইমন, মিনহাজুল ইসলাম, আব্দুল মাজিদ মোস্তফা, আশরাফুল ইসলাম চৌধুরী, জাবেদুল ইসলাম, হুমায়ুন কবির হিম, পোর্টসিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত মুন্না, মুশফিক চৌধুরীসহ জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও উপজেলা ছাত্রলীগ লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া খতমে কোরআন ও দোয়া মাহফিলে আমিনুল ইসলাম আমিন’র আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্ ছুফি আমানত খান (রহঃ আঃ) দরবার শরীফের মতোয়াল্লী আলহাজ্ব শাহজাদা খাজা বেলায়েত উল্লাহ খান।