নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব স.উ.ম. আবদুস সামাদ ১০ অক্টোবর সন্ধ্যায় দোহাজারীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকার চন্দনাইশ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্ভাব্য প্রার্থী স.উ.ম. আবদুস সামাদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় এলাকায় তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী। তার বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে এ আসন থেকে দলীয় ও জোটগতভাবে তিনি মনোনয়ন পাবেন। বিগত চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে এ আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা সোলায়মান ফারুকী সর্বাধিক ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আগামী সংসদ নির্বাচনেও এ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, চন্দনাইশ এলাকাটি সুন্নী মতদর্শী। চট্টগ্রাম জেলার মধ্যে চন্দনাইশ উপজেলা সুন্নীদের ঐতিহাসিক স্থান হিসেবে সর্বজন স্বীকৃত। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নেজামী, সাধারণ সম্পাদক মো. কলিম উদ্দীন, কেন্দ্রীয় প্রচার সচিব রেজাউল করিম তালুকদার, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাও. ফেরদৌসুল আলম আল কাদেরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাষ্ঠার আবুল হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক কাজী মো. ইউনুছ, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা সভাপতি অধ্যক্ষ আ.ন.ম. আহমদ রেজা নকশবন্দি, সাতকানিয়া সভাপতি আবদুল মোতালেব ছিদ্দিকুন নুরী, ফয়েজুল্লাহ খতিবী, মাও. আবু নাঈম, মাও. মাহাবুবুল আলম, যুবসেনা দক্ষিণ জেলার সভাপতি মোক্তার হোসাইন শিবলী, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, দক্ষিণ জেলা সভাপতি নুরুল ইসলাম হিরু প্রমুখ।