আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

দেশচিন্তা ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- গতকাল শনিবার সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। ‘দাস্ত-এ বারচি’ নামক এলাকার ওই ভবনটিতে শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকেন।

এ ঘটনায় আহতদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হামলার দায় অস্বীকার করেছে তালেবান।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ওই ভবনটির ভেতরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী ঢোকার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায়।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী তালেবানের মধ্যে সশস্ত্র লড়াই চলে আসছে। সম্প্রতি তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা হয়েছে। এ আলোচনার পরও দেশটিতে সংঘাত থেমে নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ