আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর মোহরায় অবস্থিত ছাফা মোতালেব কলেজে আই.সি.টি ভবনের উদ্বোধন করলেন এম.পি বাদল

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোহরায় অবস্থিত ছাফা মোতালেব কলেজে ৩ কোটি ৫০ লক্ষ টাকা সরকারি অনুদানে নির্মিত অত্যাধুনিক আই.সি.টি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল। ছাফা মোতালেব কলেজ এডহক কমিটির সভাপতি আলহাজ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মাননীয় এমপি বলেন, “যে শিক্ষা মানুষ হয়ে মানুষের উপকার করার শিক্ষা দেয় না সে শিক্ষার কোন মূল্যই নেই। গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে যে শিক্ষা মানবিক বোধকে জাগ্রত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সর্বোপরি একজন সু-নাগরিক হিসেবে গড়ে উঠার দীক্ষা দেয়, সে শিক্ষায় নিজেকে শিক্ষিত করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দেন।” তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব নীতির ফলশ্র“তিতেই দেশ আজ অতীতের যেকোন সময়ের তুলনায় শিক্ষাদীক্ষায় এগিয়ে আছে।” কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুচ্ছফা’র প্রতি অশেষ ধন্যবাদ জানিয়ে মাননীয় এম.পি শিক্ষক-শিক্ষিকামন্ডলীকে উদ্দেশ্য করে বলেন, কলেজের লাইব্রেরীটিকে যেন কলেজ প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়। এছাড়া সমাজসেবামূলক কর্মকান্ডকে উৎসাহ দিয়ে তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অতিথিদের সকলকে একযোগে ৪ অক্টোবর জান আলী স্টেশন সংলগ্ন অগ্নিদূর্গত এলাকায় উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্থাপিত বিভিন্ন বিষয় এবং অনুরোধের মধ্যে ছাফা মোতালেব কলেজকে এমপিও-ভুক্তকরণের ব্যাপারে মাননীয় এম.পি বলেন সরকারে যে কয়দিন সময় অবশিষ্ট আছে এর মধ্যে তিনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করবেন, যদি তা ফলপ্রসু না হয় তাহলে জনগণ যদি তাদের মূল্যবান রায় দিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে এবং এলাকাবাসী যদি উনাকে এম.পি নির্বাচিত করে তবে সরকারের গঠনের মধ্যে এক বছরের মধ্যে অবশ্যই ছাফা মোতালেব কলেজকে এমপিও ভুক্ত করা হবে বলে প্রতিশ্র“তি দেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীণাপানি চক্রবর্তী, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাফা মোতালেব কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম. এ সোবহান, এডহক কমিটির সদস মোহাম্মদ আলী আজম, মো. জিয়া উদ্দিন, এম এ মন্নান, বাবু মতিলাল দেওয়ানজী, এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, মোহরা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দীন, সর্বমঙ্গল গৌড়হরি দাস ব্রহ্মচারী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. সিরাজুল আলম খান, প্রীতিকণা দাস, ফেরদৌসি আক্তার, কোহিনুর বেগম, জিয়াউল হক, বিলকিস আরা বেগম ও মুজিবসৈনিক নেতা তামিম চৌধুরী, আশফাক হোসেন খানসহ কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ