আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

করোনায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪

 

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরো ২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের ৬ ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজসহ ৭৯৫ জনের করোনার নমুনায় আরো ৭৪ জনের শনাক্ত হয়েছে।

বৃস্পতিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৬ টি ল্যাবে কক্সবাজার মেডিকেল কলেজে ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীতে ৬৬ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৭৬২ জনে। গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২জনের মৃত্যুসহ ২৬৭ জন।

এদিকে, ৭৯৫ জনের নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০২ টি নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তার মধ্যে নগরীর ১৪ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১৭ জন। এর মধ্যে নগরীর ১৬ জন ও জেলার উপজেলার ১ জনের পজিটিভ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৫০ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১৬ জন নগরীর ও ১ জন জেলার উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের পজেটিভ পাওয়া গেছে। ৫ জনই নগরীর বাসিন্দা। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৯১ টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়। ৭ জনই নগরীর বাসিন্দা।

শেভরনে ৪৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের পজেটিভ পাওয়া গেছে। ৮ জনই নগরীর বাসিন্দা। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ৮ জন শনাক্ত হয়েছে। সেগুলো হল- বাঁশখালী ২ জন, রাউজান ১ জন, হাটহাজারীর ৩ জন, সীতাকুন্ড ১ জন এবং সন্দ্বীপ ১ জন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ