
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে রুপক চন্দ্র বর্মন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বরুণ চন্দ্র বর্মনের ছেলে এবং আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রুপক তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পুকুরের মাঝখানে ডুবে যায় সে। বন্ধুদের কাছ থেকে শুনে পরিবারের লোকজন পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।