মাতারবারি কয়লা বিদ্যুৎ প্রকল্পের স্বনামধন্য ঠিকাদার প্রতিষ্ঠান হুন্দাই ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানীর পক্ষ থেকে
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাতারবারি গ্রামবাসীর জন্য ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়।
গত ২৭শে এপ্রিল ২০২০ বিকেল ৪টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রকল্প পরিচালক ও পরিচালনা পর্ষদ ও Project Manager-মিঃ লি গ্যাব ইয়ুল, Admin Manager মিঃ শিন জে চুল and Safety Manager মিঃ ইওন উও লী এর উপস্থিতিতে
সুরক্ষা সামগ্রী সমুহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্ল্যাহ(বিএ)এর হাতে তুলে দেয়া হয়।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল সুরক্ষা পোশাক – ৩০ টি, সার্জিক্যাল মাস্ক – ১০০০ টি, গ্লোভস – ১০০০ টি, সুরক্ষা চশমা – ৩০ টি,
হুন্দাই ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানী -প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মীদের সকল প্রকার চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিনা মল্যে প্রদান করার পাশাপাশি
স্থানীয় গ্রামবাসীদের জন্য নানা সময় বিভিন্ন অনুদান করে আসছে। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক আরো জানান তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন।