আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই খুন

কুমিল্লার দেবিদ্বারে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করায় খুন হয়েছে তার চাচাতো ভাই। গ্রাম্য সালিশ বৈঠকে অভিযুক্ত বখাটের ছুরিকাঘাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর আড়াইবাড়ি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধুনু মিয়ার ছেলে এবং ঘাতক আসলাম একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার।

ওই স্কুলছাত্রীর পিতা আহত আবদুস সাত্তার বলেন, ‘আমার মেয়ে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগ থেকেই আসলাম তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান অফিসে একাধিকবার বিচার সালিশ হলেও আসলামকে থামানো যাচ্ছিল না। ঘটনার দিন আমার মেয়েকে বাড়িতে না দেখে সে হুমকি দিতে থাকে। পরে সন্ধ্যায় ফের সালিশ ডাকা হয়।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সালিশের একপর্যায়ে আসলাম ও তার ১০ থেকে ১২ জন সহযোগী উত্তেজিত হয়ে ওই ছাত্রীর স্বজনদের কোপাতে থাকে। এ সময় আসলামের ছুরিকাঘাতে ওই ছাত্রীর চাচাতো ভাই ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি জহিরুল আনোয়ার বলেন, ‘আবদুল আউয়াল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসলামের বাবা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। এছাড়া আসলামের বড় ভাই আকিজকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ