
৪ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারন সম্পাদক অাবু তাহের এর সুপারিশ ক্রমে ৪মার্চ বুধবার এ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি অাল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য
এ কমিটিতে সহ-সম্পাদক হলেন সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের সাজ্জাদ হোছাইন সিকদার। জানা যায় কৈশোরে ছাত্রলীগের সাথে জড়িয়ে যায় সে। রাজনীতিকক উত্তাল সময় পাড়ি দিয়ে অাজকের অন্যতম ইউনিট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অালোচিত ও যোগ্য অার পরিশ্রমী ছাত্রনেতা সাজ্জাদ।
এর অাগে সাতকায়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। কখনো সংঘটন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়নি।জাতিরজনকের অাদর্শে মনে প্রাণে ধারণ করে ওমরগনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজে ও রাজনীতিতে জড়িত অাছেন। সাধারণ ছাত্রদের পাশে থাকা মানুষ টা নাম সাজ্জাদ।
সাজ্জাদ হোছাইন সিকদার অাওয়ামী পরিবারের থেকে বেড়ে উঠেছেন। ছাত্রলীগের এক জন কর্মি থেকে অাজ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। এ নিয়ে তার অনুভূতির জানতে চাইলে তিনি জানান,অামি সহ-সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, অামি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছা সেটা বড় কথা। পদ পদবী দ্বায়িত্ব মাত্র। ভবিষ্যতেও অামি ছাত্রলীগের এক জন নিবেদিত কর্মি হিসাবে কাজ করে যেতে চাই। দক্ষিণ জেলার অাওতাভুক্ত সকল সাধারন ছাত্রছাত্রীদের অধিকার অাদায়ে কাজ করতে চাই সমাজে শোষিত মানুষের পাশে দাঁড়াতে চাই।
এ দিকে সাজ্জাদ হোছাইন সিকদার কে সহ-সভাপতি নির্বাচিত করায় চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ এর বিভিন্ন নেতা কর্মিদের মধ্যে উৎসব এর অামেজ বিরাজ করছে। বোধবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মধ্যম সোশ্যাল মিয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শত শত নেতা কর্মিবৃন্দ ও অনলাইন এক্টিভিস্টরা