দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম শহরের প্রানকেন্দ্র, ঐতিহ্যবাহী পত্রিকা পাড়া নামে খ্যাত “চেরাগী পাহাড়” ৬৬৩, রাজাপুকুর লেইন (দৈনিক আজাদী অফিস সংলগ্ন) আধুনিক স্থাপত্য ‘জ্যাপ ইসহাক ভবন’ প্রকল্পের নির্মাণ কাজ ৬ অক্টোবর শনিবার মোঃ ইব্রাহিম ও মোঃ স ম বখতেয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, ২১নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ড (সংরক্ষিত আসন) কাউন্সিলর আনজুমান আরা বেগম, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, স্বপন দাশ, বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম এছাড়াও ভূমির মালিক মোঃ ইমরান খান, মোহাম্মদ মাহবুবুল আলম, মোঃ আব্দুল আলী ও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুমন চন্দ্র কর ও পরিচালক প্রভাকর বড়ুয়া প্রমুখ।