গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ২ মার্চ সোমবার সকালে জেলা শহরের লঞ্চঘাট ও ১ মার্চ রবিবার রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এলাকার তকিমুন্নেছা বেগম (৬০) ও কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৬)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে হাঁটতে বের হন তকিমুন্নেছা বেগম। শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হওয়ার সময় মাটি বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ট্রলিটিকে আটক করতে পারলেও চালক পলিয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সদর উপজেলার দূর্গাপূর গ্রামে মামা বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইক সাজ্জাদকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।