আজ : শনিবার ║ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

 সিএনজি চালিত অটোরিকশাচাপায় শিশু নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গোকুলনগর গ্রামে সিএনজি চালিত অটোরিকশার চাপায় ইমা (৪) নামের এক শিশু নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ-বালিরটেক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমা খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাতাবানিয়া গ্রামের এনামুল মোড়লের মেয়ে।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিশুটির বাবা হক ব্রিক্সে শ্রমিকের কাজ করেন। তাই এনামুল পরিবার নিয়ে ওই এলাকাতেই থাকেন। দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পরিবার সদস্য ও স্থানীয়দের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ