
রাজধানীর গাবতলীতে আব্দুল কাদের (৩০) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাতে আহত করেছে ছিনতাইকারীরা। ইউরোপে যেতে কাগজপত্র ঠিক করতে তিনি ঢাকায় এসেছিলেন।
২৩ ফেব্রুয়ারি রোববার ভোরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয় পুলিশ ।
শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) ছালজার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই প্রবাসী মালয়েশিয়া থেকে কয়েক মাস আগে দেশে ফিরেছেন। এবার ইউরোপ যাওয়ার পরিকল্পনা ছিল তার। তাই সব কাগজপত্র ঠিক করতে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে যাওয়ার উদ্দেশে ঢাকায় আসেন তিনি। তবে ভোরে বাস থেকে নামার পরেই গাবতলী এলাকায় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে।
বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল কাদের।
Post Views: ৩৫৭