যশোরে কবরস্থান খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসব অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রাখার অভিযোগে আটক করা হয়েছে আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজীকে (৪৫)। আজ শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র-গুলি উদ্ধার করা করা হয়।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি সাংবাদিকদের জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তার ছেলে হালিম গাজী অস্ত্র মজুদ করে রেখেছে। এরপর আজ শুক্রবার ভোর ৪টার দিকে তিনি কোতোয়ালি থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যান এবং নিজ বাড়ি থেকে বাবা ও ছেলেকে আটক করেন। তাদের দেওয়া তথ্য মতে, বাড়ির পাশের একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে একটি নাইনএমএম পিস্তল, একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, দুটি পাইপগান, ৩৭ রাউন্ড শটগানের সিসা বুলেট, ৫ রাউন্ড এসএমজির বুলেট, ৩০ রাউন্ড নাইনএমএমের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক বাবা-ছেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।