আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় আহত আ.লীগ নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমদাদুল হক (৭২) মারা গেছেন। বুধবার রাতে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সকালে নেকমরদ বঙ্গবন্ধু কলেজের সামনে রাস্তা পারাপার হতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপরে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা জানান, ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাণীশংকৈল উপজেলা আ.লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। পরে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ মো. দবিরুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ