আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফ কর্মী

রাঙামাটির সদর উপজেলার দুর্গম বন্দুকভাঙ্গা ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একজন কর্মীর লাশ পাওয়া গেছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে দুর্বৃত্তের হামলায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহিদুল হক (রনি) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ওই এলাকায় একটি মৃত দেহ পড়ে থাকার খবর পেয়েছি। যেহেতু ঘটনাটি রাঙামাটি ও বরকল সীমান্তবর্তী দুর্গম এলাকায়, এবং বরকল উপজেলা হতে কাছে; তাই ওই থানার পুলিশ লাশ উদ্ধারে রওনা দিয়েছে। লাশ উদ্ধারের পর বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে যতটুকু খবর পেয়েছি, নিহত ব্যক্তি প্রসীতপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী।’

ইউপিডিএফ (প্রসীত) এর মুখমাত্র অংগ্য মারমা বলেন, ‘এমন কোনও ঘটনা এখনও আমি শুনিনি। তবে খবর পেলে বিস্তারিত জানাবো।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ