আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বিদ্যালয়ের দেয়াল ধসে রাশেদ মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু

নরসিংদী পৌর এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণকাজের সময় বিদ্যালয়ের দেয়াল ধসে রাশেদ মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরিফ মিয়া (৩০) নামে অপর এক শ্রমিক। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদ নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার মোতালিব মিয়ার ছেলে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক পৌরসভার সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজের জন্য গর্ত করছিলেন। এসময় পাশের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দেয়াল কর্মরত দুই শ্রমিক রাশেদ ও আরিফের ওপর ধসে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে পথেই রাশেদ মিয়ার মৃত্যু হয়। আরিফকে আহতাবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ