ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার দিনগত রাতে ওই স্কুলছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীকে ঘরে একা রেখে তার মা ওষুধ আনতে দোকানে যায়। এসময় পাশের বাড়ির সেলিমের ছেলে রায়হান ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে রায়হান পালিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক জানান, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রায়হানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পড়েছেনঃ ৪৮০