খুলনা মহানগরীর আড়ংঘাটায় মিনিবাস চাপায় এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম হারুন অর রশিদ (৬০)। ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের লতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রিজাউল করিম বলেন, ‘ভ্যানে করে পেঁয়াজ বিক্রি শেষে বাইপাস সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন হারুন। পথে একটি ইঞ্জিনচালিত ভ্যান তার ভ্যানকে আঘাত দেয়। এতে হারুন ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়েন। তখন একটি মিনিবাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
ওসি জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল রিপোর্ট করার পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।’
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) দেবাশিষ জোয়ার্দার বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। তিনি খুলনার বড় বয়রার মৃত ইকরাম হোসেনের ছেলে।’