আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তারুণ্যের উৎসব অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি। তাই তরুণ সমাজকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমে জাগ্রত হতে হবে।’ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুণের হাট’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে ‘তারুণ্যের উৎসব’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।এজন্যই বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দিচ্ছে। দেশ এখন উন্নয়নশীল। মানুষের জীবন-যাত্রার মানও উন্নত হয়েছে।’

তরুণের হাটের উপদেষ্টা রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও মৌসুমী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণিজন ও প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ