
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেহত্তী গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ বাদল মিয়া ওরফে রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় এই অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জের বেহত্তী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী বাদল ওরফে রানাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাদল ওরফে রানা ওই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
Post Views: ২৮২