আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

দেশচিন্তা ডেস্ক: নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাবের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এ বিষয়ে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে নগরের লালখান বাজার এলাকার একটি বাসা থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই সময় এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, জানান, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং শরীরে আঘাতের চিহ্নও ছিল না। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বুধবার (৭ জানুয়ারি) রাতে পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। পরিবারের পক্ষ থেকে একটি ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে। র‌্যাবের হাতে গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুটির মায়ের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে—এটি তিনি বিশ্বাস করতে পারছেন না।

লাশ উদ্ধারের সময় শিশুটির পা মাটির সঙ্গে লাগানো ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ