
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে গঠিত ‘পারসন্স অব ট্রাস্ট’ (PoT) সদস্যদের জন্য দিনব্যাপী ‘মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় চবি উপ-উপাচার্য (প্রশাসন) এর সভাকক্ষে ইপসার ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে এই সভা আয়োজিত হয়।
ব্র্যাক এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, অনলাইন প্ল্যাটফর্ম এবং কমিউনিটিতে জেন্ডারভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি এবং বুলিং প্রতিরোধে টেকসই ব্যবস্থা তৈরি করা। ইপসার সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক নাসিম বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চবি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. আকতার হোসেন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আক্তার, সহকারী প্রক্টর প্রফেসর আককাছ আহমদ ও ব্র্যাক-এর সিনিয়র ম্যানেজার (অপারেশনস অ্যান্ড ট্রেনিং) সাঈদ আমিন আল আনাস।
চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সতর্ক করে বলেন, যৌন হয়রানির ঘটনার মধ্যস্থতা অত্যন্ত সংবেদনশীল এবং একটি দায়িত্বশীল প্রক্রিয়া। উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন। সভায় স্বাগত বক্তব্যে নাসিম বানু ইপসার কার্যক্রম এবং ‘শিখা’ প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে সাঈদ আমিন আল আনাস মধ্যস্থতা প্রক্রিয়ার ওপর বিশেষ প্রেজেন্টেশন প্রদান করেন।
উল্লেখ্য, ‘শিখা’ প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামসহ দেশের ছয়টি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী) বাস্তবায়িত হবে। এর আওতায় মাধ্যমিক বিদ্যালয়, তৈরি পোশাক শিল্প, গণপরিবহন ও অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির কাজ করা হচ্ছে।










