আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

নগরীর সুবিধা বঞ্চিত শীতার্তদের বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির ব্যতিক্রমধর্মী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু!

দেশচিন্তা ডেস্ক: গভীর রাতে কম্বল নিয়ে নগরীর পথে – প্রান্তরে সুবিধা বঞ্চিত ভবঘুরে মানুষদের মাঝে সপ্তাহব্যাপী শীতবস্ত্র কর্মসূচি উদ্বোধন করেছেন
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

প্রথম পর্যায়ে ৫০০ শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচি ২০২৬ নগরীর নতুন রেলস্টেশন প্রাঙণে ৬ জানুয়ারী কার্যক্রমের সূচনা হয়।
রাত ৮ঃ০০ টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলমান ছিলো গভীর রাত পর্যন্ত। এভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলবে আরো সাত দিন পর্যন্ত।

বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিএম এর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল্লাহ মনসুর। বাওসোর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত ও সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী যৌথ তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস ছবুর।
সমাজকর্মী জুয়েল শিকদার। বাওসোর কেন্দ্রীয় সদস্য মোঃ আবু নাসের সাহেদ। মুহাম্মদ মাসুদ, আতুল চৌধুরী মোহাম্মদ সায়েম, মোহাম্মদ আকিব, আইটি এক্সপার্ট এ এইচ এম হারুন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে সভাপতির বক্তব্য নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ ২৬ বছরের একটি সংগ্রামের নাম। দেশের যখন যেখানে সংকট হয়েছে আমরা পাশে দাঁড়াতে পেরেছি এটা আল্লাহর অশেষ রহমত। আমরা একটা বাস যোগ্য মানবিক সমাজ চাই,

প্রধান অতিথি বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মনসুর বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি সকল কর্মকান্ড আমাদের সমাজের জন্য একটি ভালো মেসেজ। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ চাই। যেখানে সবাই সুখে এবং নিরাপদে থাকবে সোসাইটির কর্মীরা সেটাই করছে ২৫ বছর ধরে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ