আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

ডাকাতের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ১

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালী থেকে ডাকাতের কবল থেকে ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ১ জন ডাকাতকে আটক করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ‘এফ বি আল্লাহর দান’ নামক একটি ফিশিং বোট সোমবার বিকেলে ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়। এর পরপরই কোস্টগার্ডের একটি দল উদ্ধার অভিযানে নামে। এসময় ডাকাতের কবলে পড়া ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং ১ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ