আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সিলিন্ডার গ্যাস বিক্রিসহ নানা অনিয়ম, জরিমানা ৫৩ হাজার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় এলপিজি গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) থানার কর্নেল জোন্স রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ভাই ভাই ইত্যাদি শপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মুম্বাই সুইটসকে ১০ হাজার টাকা এবং মাতৃ ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল হায়ড্রোজ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ক্যাফে আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এলপিজি গ্যাস বিক্রিতে অনিয়মের কারণে এমপি ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ