আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

বেগম জিয়ার মৃত্যু: শোক বইয়ে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে খোলা হয়েছে শোক বই। এ শোক বইয়ে স্বাক্ষর করে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল।

স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ চ্যান্সারি ভবনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল সশরীরে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করে এ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

শোক বইয়ে স্বাক্ষর শেষে সংক্ষিপ্ত আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে গিয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। তিনি মালদ্বীপে এসে বাংলাদেশ সরকার ও জনগণের প্রদত্ত আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন বলে যোগ করেন তিনি।

এসময় বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা, সমবেদনা ও সমর্থন প্রকাশের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে হাইকমিশনার বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় আজীবন সংগ্রাম, আত্মত্যাগ এবং রাজনৈতিক অবদানের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

এই আন্তরিক উদ্যোগটি সম্মান,সহমর্মিতা ও সংহতির অভিন্ন মূল্যবোধকে প্রতিফলিত করে এবং জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক অর্থবহ প্রকাশ হিসেবে বিবেচিত হয়।

এসময় বাংলাদেশের জনগণের প্রতি প্রদত্ত সৌজন্যপূর্ণ বার্তা ও সমবেদনার জন্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীসহ মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ হাইকমিশন গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

এর আগে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।এবং হাইকমিশনার তাঁকে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশের প্রতি মালদ্বীপের এই সহমর্মিতা ও সংহতি ভবিষ্যতেও দুইদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে মত সংশ্লিষ্টদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ