
দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এর নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান আবুল হাশেম বক্করকে চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির
চিফ কোঅর্ডিনেটর মনোনীত করেন।
উল্লেখ্য, আবুল হাশেম বক্কর কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব এর দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত আছেন।
পড়েছেনঃ ৩২









