আজ : বুধবার ║ ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

বান্দরবানে সারাদিন মেলেনি সূর্যের দেখা, তাপমাত্রাও কম

দেশচিন্তা ডেস্ক: সবুজ পাহাড়বেষ্টিত পর্যটন নগরী বান্দরবানে সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় গত কয়েক দিন ধরে জেলায় শীতের তীব্রতা বেড়েছে, যা অনেকটা শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি শীত মৌসুমে অন্যান্য সময়ের তুলনায় বান্দরবানে কুয়াশার প্রকোপ অনেক বেশি। গত তিন-চার দিন ধরে সূর্যের দেখা না মেলায় দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। স্থানীয়রা জানান, এতে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়ছে।

বান্দরবান আবহাওয়া অফিসের ইনচার্জ সনাতন কুমার মন্ডল জানান, গত ১২ ঘণ্টার পর্যবেক্ষণ অনুযায়ী সোমবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, ‘চারপাশে ঘন কুয়াশা থাকায় পাহাড়ে সূর্যের আলো পৌঁছাতে পারছে না। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।’

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এরপর ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তীব্র কুয়াশা ও শীতের কারণে ভোরে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে। শীত বেড়ে যাওয়ায় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তারা প্রয়োজন ছাড়া ভোরে ও রাতে বাইরে বের না হওয়ার এবং পর্যাপ্ত গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ