আজ : শুক্রবার ║ ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দেশচিন্তা ডেস্ক: পঞ্চগড়ে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর আবারও শুরু হয় শীতের তীব্রতা।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, তাপমাত্রার পারদ ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এখন এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

বাতাসের গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এমন শীত পরিস্থিতি থাকতে পারে বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ