আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রজব, ১৪৪৭ হিজরি

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে তপসী দাশ (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

নিহত তপসী দাশ কুমিরাছড়া জেলে পাড়ার প্রবাদ দাশের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মাহবুবুল হক জানান, নিজ ঘরে কাজ করার সময় চাচাতো ভাই কালীচরণ দাস প্রবেশ করে তপসি দাসকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে কালীচরণ পালিয়ে যায়। স্থানীয়রা তপসি দাশকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কুতুবদিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় কালীচরণ দাশকে বড়ঘোপ স্টিমারঘাট থেকে স্থানীয়রা আটক করে পুলিশকে সোপর্দ করে।

আটক কালীচরণ দাস একই এলাকার শুকুর জল দাশের পুত্র এবং নিহত তপসি দাসের আপন চাচাতো ভাই।

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ